ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য:

নির্বাচনে না গিয়ে বিএনপি ভ‍ুল করেছে মনে করেন তায়েফুল

পলিটিক্যাল নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
নির্বাচনে না গিয়ে বিএনপি ভ‍ুল করেছে মনে করেন  তায়েফুল

ঢাকা: নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন জয়পুরহাট ডিগ্রি কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র তায়েফুল ইসলাম।

বাংলানিউজের নাগরিক মন্তব্যে তিনি বলেন, গত নির্বাচনে দেশের বড় দল বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে।

কারণ, আমরা চাই বিএনপি সব নির্বাচনে অংশ নিয়ে দেশের মানুষের ভাষা বুঝে কাজ করুক। দেশকে একটি শান্তিপূর্ণ অবস্থায় নিয়ে যেতে দলটির অগ্রণী ভুমিকা রাখা উচিৎ ছিল। কেননা, বিএনপি নির্বাচনে গেলেই সরকার গঠন করতে পারতো!

তিনি বলেন, বিএনপির দ্রুত আন্দোলনে যাওয়া উচিৎ নয়। তাদের উচিৎ, সুবিধাবাদী নেতাদের বাদ দিয়ে নতুনভাবে দলকে গুছিয়ে নিয়ে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের কথা বিবেচনা করে সঠিকভাবে এগিয়ে যাওয়া।

রাজনীতি যেহেতু মানুষের জন্য, সেহেতু অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলনে জনগণের অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন স্নাতকোত্তর শ্রেণির এই ছাত্র।

তিনি আরো মনে করেন, দেশে বর্তমানে বিএনপির যে অবস্থা তাতে তারেক রহমানের দেশে আসা উচিৎ। তিনি দেশে এলে বিএনপির নেতাকর্মীরা আরো নতুন উদ্যমে এগিয়ে যাবেন।

বিএনপির আদর্শ প্রসঙ্গে তিনি বলেন, তারা যদি এভাবে চুপচাপ থাকে, তাহলে জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।