ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

জামায়াত ছাড়লে বেশি জনপ্রিয় হতো: সৌমিত্র কুমার ঘোষ, জাপান

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩১, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
জামায়াত ছাড়লে বেশি জনপ্রিয় হতো: সৌমিত্র কুমার ঘোষ, জাপান

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছে প্রত্যাশা সরকারে থাক বা বিরোধী দলে থাক জনগণের কোনো ক্ষতি করবে না। দেশের কোনো ক্ষতি করবে না।

আমরা ঠিক এমন বিএনপি চাই।

এ মন্তব্য জাপান প্রবাসী সৌমিত্র কুমার ঘোষ এর।

বাংলানিউজের নাগরিক মন্তব্যে তিনি এও বলেন, নির্বাচনে অবশ্যই বিএনপি অংশ নিতে প‍ারতো। তবে আওয়ামী লীগ যেটা করেছে সেটাও ভালো করেনি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দুটি দলই এককভাবে নির্বাচনে অংশ নিতে পারতো।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যেহেতু জামায়াত দেশেরে বিরুদ্ধে ছিল তাই বিএনপির উচিৎ হয়নি তাদের সঙ্গে জোট বাঁধা।   বিএনপি যদি জামায়াতের সঙ্গে জোট না করতো তবে আওয়ামী লীগের চেয়ে বেশি জনপ্রিয় হতো। জোটকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। জামায়াতকে বাদ দিয়ে।

যেহেতু তিনি সাবেক রাষ্ট্রপতির সন্তান, সেহেতু তার দুর্নীতি সেগুলো উচিত না। দেশের টাকাগুলো কোথায় যাচ্ছে দেশের মানুষ কষ্ট করে। আমরা বাইরে থাকি, টাকা পাঠাই, আমার দেশ ভালো থাক। আমার পরিবেশ ভালো থাক।

বাংলাদেশ  সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।