ঢাকা: বিএনপিকে মধ্যপন্থী দল হিসেবে দেখতে চান ঢাকার ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটির ছাত্র সরকার সুফি আহম্মদ ফারাবী।
তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন চিন্তা ও মতামতের লোক আছেন।
তিনি বলেন, আমি গণমানুষের বিএনপি চাই। জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে রাজনীতি করেছেন, সেই আদর্শ ও গণমানুষের দাবি অনুযায়ী বিএনপির রাজনীতি করা উচিত।
ফারাবী মনে করেন, বিএনপির উচিত আগে দল গোছানো। তারপর আন্দোলনে যাওয়া। তবে দল গোছাতে যেন বেশি দেরি না হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করাকে সঠিক মনে করেন ফারাবী। কারণ হিসেবে তিনি জানান, নির্বাচনে অংশ নিলে একই অবস্থা হতো, ফলাফল একই পাওয়া যেতো।
অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে বিএনপি জোট করতে পারে। তবে সে জোটের নিয়ন্ত্রণ যেন বিএনপির হাতেই থাকে।
এ জন্য ১৯ দলীয় জোট বা বেশিও হতে পারে। সোজা কথা, দেশের জন্য যা ভালো, তাই-ই করা যেতে পারে।
ফারাবী জানালেন, তারেক রহমানের দেশে আসা উচিত। বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনা, খালেদা জিয়ার পরেই তারেক রহমানের জনপ্রিয়তা বেশি। তার রাজনৈতিক প্রজ্ঞা অনেক। তিনি দেশে ফিরলে রাজনীতিতে গতি আসবে।
তার মধ্যে জিয়াউর রহমানের অনেক গুণ আছে। তবে তার সবচেয়ে ভালো গুণ, তিনি কাউকে ব্যক্তি আক্রমণ করে কথা বলেন না।
বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত বলে মনে করেন সরকার সুফি আহম্মদ ফারাবী। তারমানে এই নয় যে, বর্তমান নেতৃত্বের যোগ্যতা নেই। তবে পরের সারির নেতারাু জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে পারেননি। তারেক রহমান ও খালেদা জিয়ার কোনো বিকল্প নেই।
বিএনপির মধ্যে যে সমস্যা বিদ্যমান, তাহলো দলে জবাবদিহিতা নেই। দলের মধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ত্যাগী ও যারা সৎ, তাদের সামনে এগিয়ে নিয়ে আসতে হবে।
**বিএনপিকে জিয়ার আদর্শ বিচ্যুত বলছেন ব্যাংকার হুমায়ুন
**সাধারণ মানুষের বিএনপি চান নোয়াখালীর সুমন
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪