ঢাকা: মহানগর কমিটি আন্দেলনে ব্যর্থতা দেখিয়েছে। কেননা আন্দোলনের মূল ঘাটি হচ্ছে ঢাকা।
দীর্ঘদিন ধরে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের কোন কমিটি গঠন হচ্ছে না। আগের নেতারা আন্দোলন বিমুখ। যে কারণে আন্দোলন হচ্ছে না। অথচ আন্দোলনে তারাই মূল নেতৃত্ব দিয়েছে।
এরশাদ বা আওয়ামী লীগ বিরোধী সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্রদল। আর ছাত্রদলের পতাকাতলে সমবেত হয়েছে মূল দলের নেতৃবৃন্দ, কৃষক-শ্রমিক সাধারণ ছাত্ররা।
এছাড়া দলে ত্যাগী নেতাদের কোন মূল্যায়ন করা হচ্ছে না। সুবিধাবাদীরা নেতাদের কাছে ভিড়ছে। আন্দোলন হচ্ছে না।
বিএনপি আরেকটি ভুল করেছে গত বছর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সফরের সময় সাক্ষাৎ না করা। অথচ খালেদা জিয়া ভারত সফরের সময় সেদেশের সর্বোচ্চ প্রটোকল পেয়েছিলেন। এতে দেশের মানুষ বিএনপিকে ভুল বুঝেছে।
** আন্দোলনে মহানগর কমিটি ব্যর্থ, সহিদুর রহমান, রাজনীতিবিদ তোপখানা রোড, ঢাকা থেকে
**হাসিনাকে গদি থেকে নামানোর তাগিদ মালয়েশিয়া প্রবাসী মাহাবুবের
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪