ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

বিএনপিকে কঠোর অবস্থানে দেখতে চান বরিশালের রাজীব

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
বিএনপিকে কঠোর অবস্থানে দেখতে চান বরিশালের রাজীব

ঢাকা: বিএনপিকে কঠোর অবস্থানে দেখতে চান বাংলালিংকে চাকরিরত বরিশালের রাজীব। তিনি বলেন, মিষ্টি আন্দোলন করে বিএনপিকে চলবে না।

তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে আরো কঠোর থেকে কঠোরতর হতে হবে।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি একথা জানান।  

তিনি বলেন, রাজনীতিতে বিএনপিকে ঠিকে থাকতে হলে আরো কঠোর অবস্থানে যেতে হবে। এভাবে মিষ্টি আন্দোলন করলে ঠিক থাকতে পারবে না। আর যদি আন্দোলন না করতে পারেন তাহলে দেশ ছেড়ে চলে যান।  

তিনি বলেন, যুদ্ধ‍াপরাধী সকল দলেই রয়েছেন। অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত। আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই। বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েছে।

**মধ্যপন্থী দল হিসেবে বিএনপিকে দেখতে চান ছাত্র ফারাবী


**বিএনপিকে জিয়ার আদর্শ বিচ্যুত বলছেন ব্যাংকার হুমায়ুন

**সাধারণ মানুষের বিএনপি চান নোয়াখালীর সুমন

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।