ঢাকা: তারেক রহমান যেহেতু সাবেক রাষ্ট্রপতির ছেলে সেহেতু তার রাজনীতিতে থাকা উচিত, দেশে ফেরা উচিত। নেতাদের জেলের ভয় করা উচিত নয়।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে এ কথা জানান সাউথ-ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নওগাঁর জুবায়ের।
জুবায়ের বলেন, বিএনপিতে সুবিধাভোগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। দলের জন্য দরকার সাহসী ত্যাগী নেতা। বিগত আন্দোলনগুলোতে দেখেছি ঢাকা ছিল অনেকটা নিষ্ক্রিয়। অথচ সারাদেশে জোর আন্দোলন করেছে দলের নেতাকর্মীরা। কেন্দ্রের অনেক বড় নেতাও ছিলেন ঘরে। দল থেকে সুবিধাবাদীদের বাদ দিয়ে দল গোছাতে হবে।
তিনি বলেন, বিএনপির দল গোছানোর দিকেই মনোযোগ দেওয়া উচিত। বিশেষ করে ঢাকা মহানগর। ঢাকা যেহেতু সব কিছুর প্রাণকেন্দ্র, সেহেতু সাহসী, উদ্যমী, তরুণ নেতৃত্ব গড়ে তোলা উচিত।
বিএনপি নির্বাচনে অংশ নিতে পারতো বলে মনে করেন জুবায়ের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেই বিএনপি নির্বাচনে যেতে পারতো। কারণ অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ার প্রস্তাব ছিল তাদের কাছে। এটা ভেবে দেখতে পারতো।
জামায়াতকে ছেড়ে অহিংস, শান্তিপূর্ণ আন্দোলনে জনগণের ক্ষতি না করে বিএনপিকে একাই এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪