ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য:

তৃণমূল থেকে সৎ ও ত্যাগীদের নেতৃত্ব চান চট্টগ্রামের কানন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তৃণমূল থেকে সৎ ও ত্যাগীদের নেতৃত্ব চান চট্টগ্রামের কানন

ঢাকা: তৃণমূল পর্যায়ে যেসব নেতাকর্মী সৎ, ত্যাগী, সাহসী ও দেশপ্রেমিক তাদের জাতীয় নেতৃত্ব চান চট্টগ্রামের ফরমানুল কানন।

ছাত্রদল সমর্থক কানন বলেন, জামায়াত-শিবির বা অন্য কোনো দল নয় বিএনপি নিজের শক্তি, সামর্থ্য ও জনগণের সমর্থন নিয়ে  রাজপথে আন্দোলন করুক।



সহিংসতার পথ ছেড়ে এ ক্রান্তিকাল থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করুক বিএনপি।

তিনি বলেন, যারা ছাত্র নয় তাদের বাদ দিয়ে সৎ ও দেশপ্রেমিকদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন করতে হবে।

তারেক রহমানের ব্যাপারে তিনি বলেন, তারেকের বিরুদ্ধে ফাও অভিযোগ আনা হয়েছে।

**যুদ্ধাপরাধীদের বিচারের প্রকাশ্য ঘোষণা চান চট্টগ্রামের সুপেন

**লাগাতার কর্মসূচির পরামর্শ মালয়েশিয়া প্রবাসী বিল্লালের
**জামায়াত বাদের পরামর্শ মালদ্বীপ প্রবাসী গণির

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।