ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে দ্রুত নির্বাচন আদায় করে নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজের মাস্টার্সের ছাত্র সাফায়েত ওসমান সাফি।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির শীর্ষ নেতাদের প্রতি অনেক ক্ষুব্দ।
তিনি বলেন, ৫জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সঠিক কাজই করেছে। কেননা ওই নির্বাচনে গণতন্ত্রের কোন চিহ্নই ছিলনা।
জামায়াতকে বাদ দিয়ে জোটের অন্যান্য দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি সর্ব সম্মত নির্বাচন আদায় করা উচিৎ বলে মন্তব্য করেন সাফি।
ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এই ছাত্র বলেন, বর্তমানে রাজনৈতিক দুর্দিনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে দলটির দায়িত্ব নেওয়া দরকার। কেননা আমরা এখন উজ্জ্বীবিত বিএনপি চাই। যে বিএনপি গণতান্ত্রিক চর্চার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
বিএনপিকে কঠোর অবস্থানে দেখতে চান বরিশালের রাজীব
বাংলাদেশ সময়: ১১০৮ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪