ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

আ’লীগ থেকে নির্বাচন আদায়ের পরামর্শ সাফির

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
আ’লীগ থেকে নির্বাচন আদায়ের পরামর্শ সাফির

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে দ্রুত নির্বাচন আদায় করে নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজের মাস্টার্সের ছাত্র সাফায়েত ওসমান সাফি।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির শীর্ষ নেতাদের প্রতি অনেক ক্ষুব্দ।

বিভিন্ন আন্দোলন সংগ্রামে জামায়াত-শিবির নৈরাজ্য সৃষ্টি করলেও মামলা দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের নামে। এ বিষয়ে সাধারণ নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া দূরের কথা সান্তনা টুকুও দেননি কোন নেতা।

তিনি বলেন, ৫জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সঠিক কাজই করেছে। কেননা ওই নির্বাচনে গণতন্ত্রের কোন চিহ্নই ছিলনা।

জামায়াতকে বাদ দিয়ে জোটের অন্যান্য দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি সর্ব সম্মত নির্বাচন আদায় করা উচিৎ বলে মন্তব্য করেন সাফি।

ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এই ছাত্র বলেন, বর্তমানে রাজনৈতিক দুর্দিনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে দলটির দায়িত্ব নেওয়া দরকার। কেননা আমরা এখন উজ্জ্বীবিত বিএনপি চাই। যে বিএনপি গণতান্ত্রিক চর্চার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

বিএনপিকে কঠোর অবস্থানে দেখতে চান বরিশালের রাজীব

বাংলাদেশ সময়: ১১০৮ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।