ঢাকা: জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মালদ্বীপ প্রবাসী ওসমান গণি।
দেশের সাধারণ নাগরিকের মন্তব্য কি তা জানতে ও জানাতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র পক্ষ থেকে বুধবার থেকে শুরু হওয়া ‘নাগরিক মন্তব্য’ শিরোনামে বিশেষ আয়োজনে তিনি এ পরামর্ম দেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সঠিক কাজটি করেছে? এ বিষয়ে কুমিল্লার বাসিন্দা ওসমান গণি বলেন- নির্বাচনে অংশ নেওয়া বিএনপির জন্য জাতীয় নির্বাচনে প্রয়োজন ছিল। তিনি বিএনপিকে আরও সংগঠিত হয়ে আন্দোলনের আহ্বান জানান।
তারেক রহমানের প্রত্যাবর্তনে বিষয়ে এ প্রবাসী বলেন, এখন দেশে এলে তিনি ঝামেলায় পড়তে পারেন। তবে তিনি লন্ডনে বসেই দলের নেকাকর্মীদের দিকনির্দেশনা দিতে পারেন।
**নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে তায়েফুল ইসলাম ছাত্র
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪