ঢাকা: গণতন্ত্রমনা বিএনপি আমাদের প্রত্যাশা। যারা কিনা শুধু নিজেদের জন্য নয়, দেশের জন্য রাজনীতি করবে।
বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এসব মন্তব্য করেছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাসেল আহমেদ।
রাসেল মনে করেন, একটি মধ্যবর্তী নির্বাচনের লক্ষ্যে আসন্ন উপজেলা নির্বাচনগুলো সম্পন্ন হওয়ার পর দ্রুতই বিএনপির আন্দোলনে নামা উচিত। আর এর মধ্যেই দল গোছানোর কাজটি সঠিকভাবে করতে হবে দলটিকে।
সরকারের পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির একটি সঠিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন এই শিক্ষার্থী। তবে তার মতে, আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না করতে পারা দলটির জন্য বড় ব্যর্থতা। যদি বিএনপি দাবি আদায়ে সফল হতো, তবে দলটি এ ধরনের অবস্থায় পড়তো না।
রাসেল বলেন, কোনো দলের অর্থনৈতিক বা রাজনৈতিক সহযোগিতা ছাড়াই বিএনপি চলতে পারে। এটি বিএনপিকে প্রমাণ করতে হবে। নতুবা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হবে দলটি।
বিএনপিতে তরুণ নেতৃত্ব সকলেরই প্রত্যাশা। এ ক্ষেত্রে তারেক রহমানের রাজনীতিতে সক্রিয় হওয়া উচিত বলেও মন্তব্য ঢাকার এই তরুণের।
বিএনপি কিছুটা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হতে চলেছে বলে মন্তব্য করে এক্ষেত্রে তাদের আরো সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি।
তবে তার আশঙ্কা, বিএনপি যেদিন জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হবে, সেদিন তারা রাজনীতি করা অধিকার হারাবে।
**রাজাকারমুক্ত বিএনপি চান নাটোরের কামরুজ্জামান
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪