ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য:

তারেককে বিদেশিদের কাছ থেকে রাজনীতি শেখা উচিৎ

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তারেককে বিদেশিদের কাছ থেকে রাজনীতি শেখা উচিৎ

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এ মুহূর্তে দেশে না ফিরে বিদেশিদের কাছ থেকে গঠনমূলক রাজনীতি শেখা উচিৎ।
 
দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলেকে এ পরামর্শ দিয়েছেন ঢাকার শ্যামপুরের বাসিন্দা কাওসার আলী।

তিনি বেসরকারি একটি ফার্মের চাকুরে।
 
কাওসার বলেন, তারেক এ মুহূর্তে দেশে না এসে বিদেশিদের কাছ থেকে গঠনমূলক রাজনীতি শেখা প্রয়োজন। আগেই ক্ষমতায় যাওয়া নয়, তার আরও রাজনীতি শেখার প্রয়োজন আছে।
 
বাংলানিউজের নাগরিক মন্তব্যের সঙ্গে আলাপে কাওসার আলী আরও বলেন, বিএনপি স্বাধীনতার স্বপক্ষের শক্তি। জিয়া যে আদর্শ নিয়ে রাজনীতি শুরু করেছিলেন, সে আদর্শেই দলটি চলুক- এটাই আমার প্রত্যাশা।
 
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিদেশিদের কাছে ধর্ণা না দিয়ে সরকারের সঙ্গে বিএনপির শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানে আসা উচিত।
 
কাওসার বলেন, এখন বিএনপির আন্দোলনে আসার প্রয়োজন নেই, দেশ ভালো চলছে। আগে দল গুছিয়ে নেওয়া উচিত। প্রথমে ঢাকায় দল গোছাতে হবে, পর্যায়ক্রমে তৃণমূলে হাত দিতে হবে।
 
তিনি বলেন, নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত ছিল। বিএনপি একটি বড় দল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের আদর্শের দল। জামায়াত-শিবিরের সঙ্গ তাদের ত্যাগ করা উচিত। ১৯ দল নামসর্বস্ব দল, এদের নিয়ে আন্দোলনে নেমে কোনো লাভ নেই।
 
তিনি বলেন, দলটি জিয়ার আদর্শ থেকে কিছুটা বিচ্যুত। এজন্য দায়ী তৎকালীন হাওয়া ভবন। তারেকের চারপাশে যারা ছিলেন তারা তারেককে সঠিক পরামর্শ দেননি। এজন্যই দলটির আজ এ অবস্থা।
 
**জামায়াত বাদের পরামর্শ মালদ্বীপ প্রবাসী গণির

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।