ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

তারেকের নেতৃত্ব চান চাঁদপুরের রিগান

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তারেকের নেতৃত্ব চান চাঁদপুরের রিগান

ঢাকা: তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি চান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিগান পাটোয়ারী। তিনি রাজধানীর গ্রীন ইউনিভার্সিটিতে বিবিএ পড়াশোনা করেন।



বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি একথা জানান।

তিনি বিএনপিতে তারেক জিয়ার নেতৃত্ব দেখতে চান। তিনি বলেন, আমি দলের স্থায়ী কমিটির সদস্যদের ‍ওপর খুর ক্ষিপ্ত। কারণ তারা সঠিকভাবে দল পরিচালনা করতে পারছেন না।

তিনি নতুন করে দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে আমির খসরু মাহমুদ, রুহুল কবির রিজভী আহমেদ, সিলেটের সামসুজ্জামান জামান, শাহজাহান, ড. সাহাদাত, মিজানুর রহমান এ ধরনের কয়েক জন নেতাকে দেখতে চাই।

তিনি বলেন, খালেদা জিয়া নিজ অফিসে বসে বৈঠক করেন। আর সে বৈঠকের কথা আওয়ামী লীগের কাছে পাঁচার করে দেন দলীয় কয়েক জন সিনিয়র নেতা। এতে দলের অনেক গোপনীয়তা প্রকাশ পেয়ে যায়।

যারা এ বৈঠকের তথ্য প্রকাশ করেন তাদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ অনেকে।

তিনি বলেন, বিএনপির আন্দোলনে জামায়াতের যথেষ্ট অবদান রয়েছে। জোটে জামায়াত থাকবে। তবে যুদ্ধাপরাধীদের বিচার করা হোক।

যাদের কারণে তৃনমূলে বিএনপির রাজনীতি চাঙ্গা রয়েছে বিএনপির নেত্রীকে তা খতিয়ে দেখার অনুরোধ জানান।   

**গণতন্ত্রমনা বিএনপি চান স্টামফোর্ড শিক্ষার্থী রাসেল
**রাজাকারমুক্ত বিএনপি চান নাটোরের কামরুজ্জামান

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।