ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে বর্তমানে দলটির নেতাকর্মীরা বিচ্যুত হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ব্যাংক কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) জিয়াউর রহমান যে আদর্শে দল গঠন করেছিলেন।
রাজনৈতিক দুর্দিনে খালেদা জিয়ার পাশে তারেক রহমানের থাকা উচিৎ মন্তব্য করে বরিশালের এই তরুণ বলেন, বর্তমানে বিএনপিতে যে ঢিমেতাল বিরাজ করছে তা একমাত্র তারেক রহমান-ই চাঙ্গা করতে পারেন। জেল-জরিমানার পরোয়া না করে বাবার গড়া দল ও দেশের স্বার্থে তার দেশে ফেরা উচিৎ।
একই সঙ্গে শীর্ষ নেতাদের রদ বদল করে দলটির পুর্নগঠনের পরামর্শ দিয়ে হুমায়ুন কবির বলেন, বিএনপি বর্তমানে বিরোধী দলেও নেই কিংবা সরকারেও নেই। তাই তাদের উচিৎ হবে সরকার তথা আওয়ামী লীগের কাছ থেকে একটি নির্বাচন আদায় করে নেওয়া প্রয়োজন।
**সাধারণ মানুষের বিএনপি চান নোয়াখালীর সুমন
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪