ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব

ঢাকা: ঢাকায় একটি কোরিয়ান কোম্পানিতে কর্মরত কুতুব বিএনপিকে ১৯৯১ সালের বিএনপি  হিসেবে দেখতে চান।

তিনি বাংলানিউজকে বলেন, আমি ১৯৯১ সালের বিএনপিকে দেখতে চাই।

সেই মানসিকতার দল চাই। ওই সময় দলে স্বার্থের চিন্তা ছিল না। তখন গণতন্ত্র সম্পর্কে দলের যে মানসিকতা ছিল, সেই মানসিকতার দল চাই।

কুতুব মনে করেন, বর্তমানের বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। শুধু তাই-ই নয়, দশম জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে তারা ভুল করেছে।

বিএনপিকে সঠিক ধারায় চলতে হলে এখনই জামায়াতকে ত্যাগ এবং দল গুছিয়ে চলতে হবে।

বিএনপির প্রথম সারির নেতৃত্বে পরিবর্তন করা দরকার বলে মনে করেন কুতুব। কারণ, তারা দেশের স্বার্থে নয়, বরং নিজেদেরই স্বার্থে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন।

তিনি মনে করেন, তারেক রহমানকে দলের জন্যই দেশে আসা উচিত। তিনি দেশে ফিরলে রাজনীতিতে গতি আসবে।

কুতুব মনে করেন, জিয়াউর রহমান দেশের উন্নয়ন করতে গিয়ে দলের উন্নয়ন করেছিলেন। যদিও এ নিয়ে বিতর্ক আছে। তবে তার উদ্দেশ্য ছিল দেশের উন্নয়ন!

**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।