ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

ত্যাগীদের নিয়ে দল পুর্নগঠন চান রিপন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
ত্যাগীদের নিয়ে দল পুর্নগঠন চান রিপন

ঢাকা: ত্যাগী ও যোগ্য নেতাদের নিয়ে দল পুর্নগঠনের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রোকন উদ্দিন রিপন।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।



রিপন বলেন,বিএনপি মাটি ও মানুষের দল। মানুষ বিএনপি ভালোবাসে এবং সরকারে চায়। কিন্তু সরকার দলটিকে আন্দোলন সংগ্রামের কোন সুযোগ দিচ্ছে না। এরপরও যে নেতাদের এগিয়ে আসা উচিৎ তারাই গা ঢাকা দিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। দল কিংবা নেতাকর্মীদের কোন খোঁজ খবরই নিচ্ছেন তারা।

তিনি বলেন, তৃণম‍ূলে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছেন যারা আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে প্রস্তুত। কিন্তু কোন নির্দেশনা বা ব্যাকআপের অভাবে তারা তা করতে পারছেন না। তাই সুবিধাবাদী অর্থাৎ যারা দলকে ব্যবহার করে অঢেল টাকা পয়সার মালিক হয়েছেন কিন্তু দুর্দিনে তাদের দেখা যায় না, আমরা তাদের বাদ দিয়ে যোগ্য ও ত্যাগী নেতাদের নেতৃত্ব দিতে হবে।

বর্তমানে বিএনপিকে নিয়ে আওয়ামী লীগসহ অন্যান্যদের তুচ্ছ-তাচ্ছিল্য দেখে খুব খারাপ লাগে বলেও জানালেন তৃণমূলের এই নেতা।

বর্তমানে দেশের রাজনীতিতে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩১২ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।