ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

সন্ত্রাস ও রাজাকারমুক্ত বিএনপি চান চট্টগ্রামের রোকনুরুজ্জামান

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
সন্ত্রাস ও রাজাকারমুক্ত বিএনপি চান চট্টগ্রামের রোকনুরুজ্জামান

ঢাকা: সন্ত্রাস ও রাজাকারমুক্ত বিএনপি চান চট্টগ্রামের বাসিন্দা চাকরিজীবী রোকনুরুজ্জামান।

বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি আরো বলেন,  বিএনপি কাছে আমার প্রত্যাশা আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়।

বোমাবাজিতে সাধারণ মানুষেন প্রাণহানি যেন না ঘটে।

বিএনপিতে গণতন্ত্র দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, যদি রাজনীতি করতে না প‍ারে তাহলে বিএনপি যেন দল গুছিয়ে নেয়।

**তারেকের নেতৃত্বে বিএনপি চান পিয়াল
**তৃণমূল থেকে সৎ ও ত্যাগীদের নেতৃত্ব চান চট্টগ্রামের কানন
**যুদ্ধাপরাধীদের বিচারের প্রকাশ্য ঘোষণা চান চট্টগ্রামের সুপেন
**লাগাতার কর্মসূচির পরামর্শ মালয়েশিয়া প্রবাসী বিল্লালের
**জামায়াত বাদের পরামর্শ মালদ্বীপ প্রবাসী গণির
**রাজপথ দাঁপানো নেতৃত্ব চান ব্রাহ্মণবাড়িয়ার ফেরদৌস
**সক্রিয়দের দায়িত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।