ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

কেন্দ্র খবর না নেওয়ায় আমরা দিশেহারা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
কেন্দ্র খবর না নেওয়ায় আমরা দিশেহারা

ঢাকা: আমরা আর বিএনপি চাই না। দীর্ঘদিন ধরে বিএনপিতে ছিলাম।

কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আমার সিলেটের কানাইঘাট উপজেলা ছাত্রদলের অনেক নেতাকর্মী পালিয়ে গেছেন। এখন আমরা দিশেহারা হয়ে পড়েছি।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে ইকবাল আহম্মেদ সিলেট কানাইঘাট উপজেলা থেকে ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে এ মন্তব্য করেন।

তিনি বলেন, নেতাকর্মীরা এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর কেন্দ্র থেকে আমাদের কোনো খোঁজ-খবর দেওয়া হচ্ছে না। আমরা এখন আওয়ামী লীগে যোগদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। আমরা আর বিএনপিতে থাকতে চাই না।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।