নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সঠিক কাজই করেছে বলে মন্তব্য করেছেন সিলেটের জাফলং উপজেলার পল্লী চিকিৎসক মো. ফয়সাল আহমেদ।
তিনি বলেন, গণতন্ত্র ও দেশের স্বার্থে ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সঠিক কাজ করেছে।
বৃহস্পতিবার দেশের শীর্ষ স্থানীয় নিউজপোর্টাল বাংলানিউজের উদ্যোগে আয়োজিত নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ফয়সাল আহমেদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে ঐক্যব্ধভাবে আন্দোলন-সংগ্রামে এগিয়ে যেতে হবে। তবে এক্ষেত্রে দেশ ও জাতির স্বার্থ প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ আন্দোলন অবশ্যই কাম্য।
**তারেকের নেতৃত্বে বিএনপি চান পিয়াল
**তৃণমূল থেকে সৎ ও ত্যাগীদের নেতৃত্ব চান চট্টগ্রামের কানন
**যুদ্ধাপরাধীদের বিচারের প্রকাশ্য ঘোষণা চান চট্টগ্রামের সুপেন
**লাগাতার কর্মসূচির পরামর্শ মালয়েশিয়া প্রবাসী বিল্লালের
**জামায়াত বাদের পরামর্শ মালদ্বীপ প্রবাসী গণির
**রাজপথ দাঁপানো নেতৃত্ব চান ব্রাহ্মণবাড়িয়ার ফেরদৌস
**সক্রিয়দের দায়িত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**কেন্দ্র খবর না নেওয়ায় আমরা দিশেহারা
বাংলাদেশ সময়: ১২০১ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪