ঢাকা: বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ দিয়েছেন রজধানীর এলিফ্যান্ট রোডের একটি রেস্টুরেন্টের কর্মচারী মো. হাবিবুর রহমান খোকন।
বৃহস্পতিবার দেশের শীর্ষ স্থানীয় নিউজপোর্টাল বাংলানিউজের উদ্যোগে আয়োজিত নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ পরামর্শ দিয়েছেন তিনি।
খোকন বলেন, দেশ ও জনগণের স্বার্থে গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার জন্য বিএনপিকে অবশ্যই আন্দোলন করতে হবে। সেক্ষত্রে জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে তাদের কর্মসূচি দিতে হবে। কারণ জনগণের জন্যই রাজনীতি।
তারেক রহমানের দেশে প্রত্যার্পন জরুরি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দলের হাল ধরতে তারেক রহমানের দেশে আসার বিকল্প নেই। কিন্তু তিনি এলে-ই তো গ্রেপ্তার করা হবে।
এজন্য সরকারকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহিষ্ণু হওয়ার আহ্বান জানান খোকন।
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
বাংলাদেশ সময়: ১২২১ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪