ঢাকা: জামায়াত মুক্ত বিএনপি চান বাগেরহাটের ইংরেজী বিভাগের প্রভাষক পার্থ চক্রবর্তী। পাশাপাশি ধর্মীয় মৌলবাদ ত্যাগেরও পরামর্শ দিয়েছেন তিনি।
দেশের সাধারণ নাগরিকের মন্তব্য কি তা জানতে ও জানাতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র পক্ষ থেকে বুধবার থেকে শুরু হওয়া ‘নাগরিক মন্তব্য’ শিরোনামে বিশেষ আয়োজনে তিনি এ পরামর্শ দেন।
পার্থ চক্রবর্তী বিএনপিকে জ্বালাও-পোড়ায় বাদ দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির (অবস্থান, অনশন) পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, বিএনপিকে আরও সংঘবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। যদি তারা জামায়াত বা উগ্রপন্থী দল নিয়ে আন্দোলন করে তবে আবারও পিছিয়ে পড়বে।
তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত বিষয়।
বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেকটা বিচ্যুত হয়েছে বলেও মন্তব্য এ প্রভাষকের।
**তারেকের নেতৃত্বে বিএনপি চান পিয়াল
**তৃণমূল থেকে সৎ ও ত্যাগীদের নেতৃত্ব চান চট্টগ্রামের কানন
**যুদ্ধাপরাধীদের বিচারের প্রকাশ্য ঘোষণা চান চট্টগ্রামের সুপেন
**লাগাতার কর্মসূচির পরামর্শ মালয়েশিয়া প্রবাসী বিল্লালের
**জামায়াত বাদের পরামর্শ মালদ্বীপ প্রবাসী গণির
**রাজপথ দাঁপানো নেতৃত্ব চান ব্রাহ্মণবাড়িয়ার ফেরদৌস
**সক্রিয়দের দায়িত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**কেন্দ্র খবর না নেওয়ায় আমরা দিশেহারা
**নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত সঠিক বললেন ফয়সাল
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪