ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

জিয়ার আদর্শ থেকে বিএনপি পুরোপুরি বিচ্যুত বললেন নাফিজা

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
জিয়ার আদর্শ থেকে বিএনপি পুরোপুরি বিচ্যুত বললেন নাফিজা

ঢাকা: বর্তমানের বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে পুরোপুরি বিচ্যুত বলে মনে করেন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাফিজা ইসলাম খান।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে তিনি এ মতামত জানান।



নাফিজা বলেন, আমাদের কাছে দেশের উন্নয়ন গুরুত্বপূর্ণ। আমরা উন্নয়ন চাই। বিশ্ব দরবারে বাংলাদেশের উন্নয়ন তুলে দরবে এমন দল চাই, এমন বিএনপি চাই।

তিনি বলেন, আমরা শান্তি চাই, সহিংসতা চাই না। বিএনপি রাজাকারমুক্ত দল গড়ে তুলুক। রাজনীতির মাধ্যমে আমরা উন্নয়ন চাই।

বিএনপিকে নির্বাচনে আসা উচিত ছিল বলেও মনে করেন তিনি।

নাফিজা আরও বলেন, একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে হিসেবে তার দেশে ফেরা উচিত, রাজনীতিতে থাকা উচিত। তবে তাকে সংস্কার হয়ে আসতে হবে। দুর্নীতি, জঙ্গিবাদ মুক্ত হতে হবে। আর রাজনীতির জন্য তাকে আরও পরিপক্ব হওয়া উচিত।

 **আ’লীগ থেকে নির্বাচন আদায়ের পরামর্শ সাফির
**ত্যাগী নেতাদের নিয়ে আন্দোলনের পরামর্শ শিক্ষার্থী হুসেইনের
**আন্দোলন চাঙ্গা করার আবদার ব্যবসায়ী জহিরুলের
**দলীয় প্রধান হবেন ভোটের মাধ্যমে
**বিএনপিই বিএনপির প্রতিদ্বন্দ্বী বললেন গাইবান্ধার আখতার

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।