ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

ক্ষমতার সিঁড়ি দখলের বিএনপি চান না এরশাদ

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
ক্ষমতার সিঁড়ি দখলের বিএনপি চান না এরশাদ

ঢাকা: বাংলাদেশের মোট ভোটারের ৩৫ থেকে ৪০ শতাংশের প্রতিনিধিত্বকারী দল হিসেবে শুধু ‘ক্ষমতার সিঁড়ি’ দখলের চেষ্টারত বিএনপিকে চান না চট্টগ্রামের চাকরিজীবী এরশাদ খান।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।



বিএনপি সম্পর্কে তিনি বলেন, ক্ষমতা দখলের আন্দোলন ছাড়া সাধারণ জনগনের অনেক ন্যায্য অধিকার আদায় আন্দোলনে কখনো উল্লেখযোগ্য ভ‍ূমিকা রাখেনি বিএনপি। তাই সাধারণ জনগণও বিএনপির আন্দোলনে পাশে ছিল না।

তিনি বলেন, মাত্র ৪ শতাংশ জামায়াতের কাছে বিএনপির নতজানু হওয়া ও স্বীকৃত যুদ্ধাপরাধীদের ‘রাজবন্দি’ ঘোষণা দেওয়াসহ জোটের শরিক দল জামায়াত-শিবিরের নজিরবিহীন সহিংসতাকে নীরবে সমর্থন করায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগোষ্ঠির কাছে বিএনপি ছিল অস্বস্তিকর বিষপোঁড়া।

বিএনপি অতীতের ভুল পথে ভুলেও হাঁটবে না- এমন বিএনপি আমি চাই।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।