ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

সহিংস রাজনীতি বন্ধের দাবি শিক্ষার্থী মাসফেকের

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
সহিংস রাজনীতি বন্ধের দাবি শিক্ষার্থী মাসফেকের

ঢাকা: সাবেক বিরোধী দল বিএনপিকে সহিংস রাজনীতি বন্ধ করতে হবে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই। তাদেরকে  দেখে মনে হয় না যে, তারা আগের সেই বিএনপি বলে মন্তব্য করেছেন ঢাকার স্টামফোর্ড ইউনির্ভাসিটি বাংলাদেশের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাসফেক ইব্রাহিম।



বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে মাসফেক বলেন, আর এখন তাদের উচিত, আগের ভুলগুলো শুধরানো। এছাড়া যাদেরকে সংস্কারপন্থি মনে করে তাদরকে দলে নিয়ে আসা। নতুন মুখদের দলে সুযোগ দেওয়া। আর তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করা। এর পাশাপাশি বিভিন্ন ধরনের অসাংগঠনিক কার্যকলাপ বন্ধ করা।

আর অর্থনেতিক চাকা যাতে বন্ধ না হয় বিএনপিকে সে ধরনের কর্মসূচি পালন করতে হবে বলেও মন্তব্য করেন এই শিক্ষার্থী।

মাসফিক বলেন, আন্দোলনে বিএনপি অনেকটাই ব্যর্থ বলা হয় থাকে। সামনে উপজেলা নির্বাচন, তাদেরকে জয়ের পাশাপাশি জনগণের আস্থা অর্জন করতে হবে।

জিয়াউর রহমানের আদর্শে চললে বিএনপি সফল হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।