ঢাকা: ১৯দলীয় জোটের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন বরিশাল বিএম কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
বিএনপি জিয়ার আদর্শে উজ্জ্বীবিত দল উল্লেখ করে সাইফুল বলেন, ১৮দলে নতুন আরেকটি দল যোগ দেওয়ায় তা ১৯ দলে উন্নীত হয়েছে। তাই জোটের মাধ্যমেই শান্তিপূর্ণ উপায়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজতে হবে।
তিনি বলেন, বিএনপি একটি বড় রাজেনৈতিক দল। বর্তমানে বিভিন্ন কারণে দলটি দুর্দিনে পড়েছে। এজন্য নতুনভাবে শীর্ষ নেতাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে দলকে ঢেলে সাজাতে হবে।
সাইফুল ইসলাম বলেন, সরকারের সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান না হলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করতে হবে। তবে সাধারণ মানুষের ভোগান্তির কথাও মাথায় রাখতে হবে বিএনপিকে।
বর্তমানে দেশের রাজনীতিতে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৮ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪