ঢাকা: দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আগে নিজেদের দলেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছেন বেসরকারি চাকরিজীবী হাবিব।
তিনি বলেন, বিএনপির নিজেদের দলেই প্রকৃত গণতন্ত্র নেই।
বৃহস্পতিবার বাংলানিউজের উদ্যোগে পাঠকদের জন্য আয়োজিত বিএনপি সম্পর্কে ‘নাগরিক মন্তব্যে’ অংশ নিয়ে টেলিফোনে এ পরামর্শ দেন তিনি।
এছাড়া বিএনপিকে জনগণের ভাষা বুঝে এবং জনগণের দাবি দাওয়া নিয়ে আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিয়েছেন চাকুরিজীবী আবু হাসান সরদার।
আবু হাসান সরদার বলেন, বিএনপি আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। জামায়াতের পরামর্শে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করে জনগণের জানমালের ক্ষতি করে কখনও আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করা যায় না।
নেতারা প্রেসবিফ্রিং করে আন্দোলনের ঘোষণা দিয়ে ঘরে বসে না থেকে রাজপথে থেকে জনগণের সামনে নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করবেন, এমনটাও আশা করেন তিনি। তা না হলে জামায়াতের অতল গহ্বরে বিএনপি অচিরেই হারিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**ক্ষমতার সিঁড়ি দখলের বিএনপি চান না এরশাদ
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪