ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

বিএনপিকে আন্দোলনের পরামর্শ লিবিয়া প্রবাসী মকবুলের

পলিটিক্যল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
বিএনপিকে আন্দোলনের পরামর্শ লিবিয়া প্রবাসী মকবুলের

ঢাকা: বিএনপিকে দ্রুত আন্দোলনে গিয়ে সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন লিবিয়া প্রবাসী মকবুল হোসেন। আমাদের জীবন রক্ষার্থে বিএনপির আন্দোলন করা খুব জরুরি।



বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে আরব কান্টির কোনো দেশ পছন্দ করে না। যার ফলে আমরা আরব কান্টিগুলোর সরকার ও দেশের জনগণের কাছে হেয়পতিপন্ন হতে হচ্ছে। চরম লাঞ্ছিত হতে হচ্ছে আমাদেরকে। আমাদের বাঁচানোর জন্য হলেও বিএনপিকে আন্দোলনে যাওয়া উচিত।

তিনি বলেন, তারেক রহমান বিএনপির নেতৃত্বে আসলে অবশ্যই ভালো হবে। দেশের যুব সমাজ এখন তরুণ নেতৃত্ব চায়।

তিনি বলেন, আওয়ামী লীগ সব সময়ই ইসলামের বিপক্ষে থাকে। এজন্যই আরব কান্টিগুলো আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে না।     

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**১৯ দলকে নিয়েই সংকট সমাধানের আহ্বান সাইফুলের
**শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ নোয়াখালীর মহসিনের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।