ঢাকা: তৃণমূল পর্যায় থেকে দলকে গুছিয়ে এনে বিএনপিকে গঠনমূলক রাজনীতি করার পরামর্শ দিয়েছেন ঢাকার চাকরিজীবী মমিন।
বাংলানিউজের নাগরিক মন্তব্যের সঙ্গে আলাপে তিনি বলেন, বিএনপি যেমনভাবে জিয়ার আদর্শে উজ্জীবিত ছিল তেমন বিএনপিই দেখতে চাই।
এছাড়া বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে বলেও মন্তব্য করেন মমিন।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
**আ’লীগ থেকে নির্বাচন আদায়ের পরামর্শ সাফির
**ত্যাগী নেতাদের নিয়ে আন্দোলনের পরামর্শ শিক্ষার্থী হুসেইনের
**আন্দোলন চাঙ্গা করার আবদার ব্যবসায়ী জহিরুলের
**দলীয় প্রধান হবেন ভোটের মাধ্যমে
**বিএনপিই বিএনপির প্রতিদ্বন্দ্বী বললেন গাইবান্ধার আখতার
**জিয়ার আদর্শ থেকে বিএনপি পুরোপুরি বিচ্যুত বললেন নাফিজা