ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য:

তরুণ ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে আনতে হবে

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তরুণ ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে আনতে হবে

ঢাকা: বিএনপির নেতৃত্বে তরুণ ও মুক্তিযোদ্ধাদের আনতে হবে বলে মনে করেন জাতীয় ছাত্র সমাজ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা শাখার সভাপতি তুহিন।

তিনি বলেন, এ ছাড়া বিএনপির কমিটিগুলোকে নতুন করে গঠন করতে হবে।



তুহিন মনে করেন, খালেদা জিয়ার উচিত বিএনপি চেয়ারপার্সনের পদ ছেড়ে দিয়ে তারেক রহমানের হাতে ক্ষমতা দেওয়া। তবে তারেক রহমানকে জেলের ভয় করলেও চলবে না।

তিনি বাংলানিউজকে বলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটি থেকে তৃণমূল পর্যন্ত তরুণদের প্রাধান্য দিতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়া যে বলেছিলেন নতুন ধারার রাজনীতি করবেন, তা তারেক জিয়ার মাধ্যমে করতে হবে। তিনি যেখানে বসেই আন্দোলনের ডাক দিক না কেন, তা কঠোর আন্দোলনে পরিণত হবে।

তবে জামায়াতকে জোট থেকে বাদ দিয়ে আন্দোলন করতে হবে জানালেন তুহিন। তিনি বলেন, আন্দোলন কখনোই সহিংস হবে না।

বিএনপি মুক্তিযোদ্ধার দল না এ দুর্নাম ঘোচাতে বিএনপিতে যারা মুক্তিযোদ্ধা আছেন, তাদের বেশি করে নেতৃত্বে নিয়ে আনতে হবে; যাতে করে আওয়ামী লীগ কখনোই বলতে না পারে যে, বিএনপি মুক্তিযোদ্ধার দল নয়।

তুহিন মনে করেন, বিএনপিকে আগে দল গোছাতে হবে। তারপরে আন্দোলন। তবে কেন্দ্রীয় কমিটি ও স্থায়ী কমিটি আগে পুনর্গঠন করতে হবে।

তিনি জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে না গিয়ে বিএনপি ভালোই করেছে। কারণ, বিএনপি কখনোই পাস করে আসতে পারতো না।

তিনি বলেন, জিয়াউর রহমানের ঘোষণা অনুযায়ী দল চলছে না। সে ক্ষেত্রে তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিলে দল আরো গতিশীল হবে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**১৯ দলকে নিয়েই সংকট সমাধানের আহ্বান সাইফুলের
**শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ নোয়াখালীর মহসিনের
**বিএনপিকে আন্দোলনের পরামর্শ লিবিয়া প্রবাসী মকবুলের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।