ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

জামায়াত না ছাড়লে আ’লীগকেই বেছে নেবেন গুলশানের হাফিজুর

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
জামায়াত না ছাড়লে আ’লীগকেই বেছে নেবেন গুলশানের হাফিজুর

ঢাকা: বাংলানিউজের কেমন বিএনপি চাই? জানুন-জানান নাগরিক মন্তব্যে এ উদ্দোগের প্রশংসা করে গুলশান থেকে আরএসআরএমে কর্মরত হাফিজুর রহমান বলেন, জামায়াত না ছাড়লে বিএনপি সমর্থক হওয়া সত্ত্বেও আওয়ামী লীগকেই বেছে নিতে বাধ্য হবো।

এ মুহূর্তে দেশে কোনো বিরোধী দল নেই-মন্তব্য করে তিনি বলেন, বিএনপি একটি বড় দল।

জনগণের স্বার্থে শুধু এ দলই পারে বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

তিনি বলেন, বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে। মানুষকে পুড়িয়ে মেরে তারা ক্ষমতায় যেতে চায়। এ থেকে বেড়িয়ে এসে গণমানুষের আন্দোলনের সঙ্গে তাদের সম্পৃক্ত হতে হবে।

এজন্য দেশব্যাপী সৎ ও ত্যাগী নেতা দরকার। বর্তমান নেতারা হরতাল অবরোধ দিয়ে ঘরে বসে টেলিভিশন দেখেন, মনিটর করেন। এভাবে চলবে না। তাদের রাজপথে নামতে হবে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকদের সংগঠিত করে দলকে শক্তিশালী করতে হবে।

ঢালাওভাবে সরকারের সমালোচনা না করে সরকারের ভালো কাজের প্রশংসা ও মন্দ কাজের নিন্দা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপিকে তারেক জিয়ার ভাবমূর্তি পুনরুদ্ধারের পরামর্শ দেন  হাফিজুর রহমান।  

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**ক্ষমতার সিঁড়ি দখলের বিএনপি চান না এরশাদ
**বিএনপির ভেতরেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তুললেন হাবিব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।