ঢাকা: মালদ্বীপের শেখ ফরিদ চান তারেক রহমান দেশে ফিরে আসুক, কিন্তু দুর্নীতিমুক্ত হয়ে।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
মালদ্বীপ প্রবাসী এই কর্মজীবী বিএনপিতে নতুন নেতৃত্ব দেখতে চান। দলের প্রবীণ ও নিষ্প্রভ নেতাদের দূরে সরিয়ে রাখার পক্ষে ফরিদ।
তিনি বলেন, প্রবাস থেকে আমরা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে দেশে পাঠাই। হরতাল দিয়ে কেউ দেশের সম্পদ নষ্ট করুক সেটা আমরা চাই না।
আগামীতে বিএনপিকে কঠোর আন্দোলনে যাওয়া উচিত বলেও মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
**আ’লীগ থেকে নির্বাচন আদায়ের পরামর্শ সাফির
**ত্যাগী নেতাদের নিয়ে আন্দোলনের পরামর্শ শিক্ষার্থী হুসেইনের
**আন্দোলন চাঙ্গা করার আবদার ব্যবসায়ী জহিরুলের
**দলীয় প্রধান হবেন ভোটের মাধ্যমে
**বিএনপিই বিএনপির প্রতিদ্বন্দ্বী বললেন গাইবান্ধার আখতার
**জিয়ার আদর্শ থেকে বিএনপি পুরোপুরি বিচ্যুত বললেন নাফিজা