ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

বিএনপির জন্য বেশ কিছু প্রস্তাব ধানমণ্ডির নিজাম উদ্দিনের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
বিএনপির জন্য বেশ কিছু প্রস্তাব ধানমণ্ডির নিজাম উদ্দিনের

ঢাকা: বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিএনপিকে আমি জামায়াতমুক্ত, দুর্নীতিমুক্ত, সহিংসতামুক্ত, জনবিরোধী কার্যকালাপমুক্ত, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দেখতে চাই।



এই প্রত্যাশা ধানমণ্ডির বাসিন্দা চাকুরিজীবী মোহাম্মদ নিজাম উদ্দিনের। বৃহস্পতিবারের বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

শুধু প্রত্যাশাই নয়, বিএনপির কাছে নিজাম উদ্দিনের বেশকিছু সুনির্দিষ্ট প্রস্তাবও আছে। প্রস্তাবগুলো হচ্ছে:
•     পূর্বের ভুলভ্রান্তির জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া।
•    রাজনীতির নামে সন্ত্রাস হানাহানি মানুষ খুন বন্ধ করা।
•    ব্যাক্তিগত বিষয় নিয়ে আন্দোলন না করে জনগণের কল্যাণে কাজ করা।
•      পরীক্ষার সময় অযথা হরতাল/অবরোধ না দেয়া।
•     প্রত্যেকটি আন্দোলনের আগে এ বিষয়ে জনমত যাচাই করা।
•     চেয়ারপার্সনের সাথে সরাসরি যোগাযোগের জন্য একটা স্থায়ী ইমেইল/ফোন রাখা।

রাজাকার/জামায়াত/মুক্তিযুদ্ধবিরোধীদের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করা, শুধু মুখে বললেই হবে না যে, ‘আমরাও তাদের বিচার চাই। ’ কারণ বিএনপি যদি সত্যিই তাদের বিচার চাইত তাহলে তাদের (বিএনপির) আইনজীবীদের ‘মানবতাবিরোধীদের আইনজীবী’ হিসাবে কাজ করতে বাধা দিতো।

আমার মনে হয় বিএনপির এখন আন্দোলনে যাওয়া ঠিক হবে না। কারণ তারা ইতিমধ্যে আন্দোলনের নামে যে সহিংসতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে জনগণ থেকে দূরে সরে গেছে, তা পূরণের জন্য জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে এবং আগে এ বিষয়ে জনমত যাচাই করতে হবে যে তারা কি চাই।

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে সঠিক কাজ করে নি, তা তাদের নেতা কর্মীদের দিকে তাকালেই বোঝা যায়।

বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো রাজনৈতিক দলের সাথে মিলে রাজনৈতিক/যে কোনো জনসম্পৃক্ততামূলক বিষয়ে আন্দোলনে/কর্মসূচিতে যেতে পারে, কিন্তু তাদেরকে এটা মনে রাখতে হবে যে তারা যেন কোনো স্বাধীনতা ও দেশবিরোধী কোনো দলের সাথে জোট না করে।

তারেক রহমান সম্পর্কে বিএনপি যত কথাই মুখে বলুক না কেন, জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা কতখানি তা তাদের আরও ভেবে দেখতে হবে। আর তারেক রহমান যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে তার উচিত হবে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া, তাহলে জনগণ বুঝতে পারবে যে আইন সবার জন্য সমান।

বিএনপি তাদের নেতা জিয়াউর রহমান এর আদর্শ নিয়ে রাজনীতি করে, তবে তা কেবল মুখে মুখে। আমার আশা থাকবে তারা যেন জিয়াউর রহমান এর মত মুক্তিযোদ্ধাদের দল হয়ে স্বাধীনতা ও দেশবিরোধী কোনো দলের সাথে আন্দোলন ও তাদের হয়ে ওকালতি না করে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**১৯ দলকে নিয়েই সংকট সমাধানের আহ্বান সাইফুলের
**শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ নোয়াখালীর মহসিনের
**বিএনপিকে আন্দোলনের পরামর্শ লিবিয়া প্রবাসী মকবুলের
**তরুণ ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে আনতে হবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।