ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

তারেক জিয়া খাটি সোনা, এমনটাই মনে করেন ইঞ্জিনিয়ার জুয়েল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তারেক জিয়া খাটি সোনা, এমনটাই মনে করেন ইঞ্জিনিয়ার জুয়েল

ঢাকা: তারেক জিয়া এখন খাটি সোনাতে পরিণত হয়েছেন। তার নেতৃত্বে আসাটাই প্রত্যাশিত বলে মনে করেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী নূর এ আলম খান জুয়েল।



একইভাবে তিনি মনে করেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না গিয়ে সঠিক কাজটিই করেছে। কারণ বিএনপি গেলে তার অবস্থা এরশাদ সাহেবের মতো গৃহপালিত বিরোধীদলই হতে হতো। আর এতেই দলটি ধবংস হয়ে যেতো।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে টেলিফোনে বিএনপি নিয়ে নিজ ভাবনার কথা জানান স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করা বর্তমানে স্ঠ্যান্ডার্ড গ্রুপে কর্মরত জুয়েল।

কোনো দলের সঙ্গে নিজে জড়িত নয় বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, আমি দুর্নীতিমুক্ত বিএনপি চাই। যেখানে ত্যাগী ও তরুণ নেতৃত্ব থাকবে। তবে সিনিয়রদের পরামর্শেই দলকে তারা  এগিয়ে নিয়ে যাবেন। দল গুছিয়েই নতুন আন্দোলনে যাওয়া উচিত।

বৃহত্তর আন্দোলন হিসেবে চলমান আন্দোলনে বিএনপির জোটগতভাবেই যাওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, তবে তা হতে হবে অহিংস। জামায়াত আন্দোলনে থাকুক, নির্বাচন আলাদা ভাবে করুক। বিএনপি নিজস্ব শক্তি দিয়ে এগিয়ে যাক এটাই আমি চাই।

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, উঁচু গাছের বাতাস বেশি লাগে। তারেক রহমানের আন্দোলনে আসা প্রত্যাশিত। তার অনেক জনপ্রিয়তা আছে এটাই সত্যিকথা। যদি সুন্দর ভাবে রাজনীতি করার অধিকার পান তবে তারও জনপ্রিয়তা বাবার মতোই জনপ্রিয় হবে।

তিনি আরও বলেন, দুর্নীতি অনেক সময় না করলেও ব্লেম হয়। এক্ষেত্রে তার আরও সতর্ক হওয়া উচিত ছিল। কিছু ক্ষেত্রে বর্তমানে জয়ের বিষয়ে এমন শোনা যাচ্ছে। যা অনেকটাই ঠিক না। হচ্ছে। আমার মতে, তারেক রহমান শারীরিক মানসিক ভাবে যে কষ্ট করেছেন, রাজনীতিতে তার যে ক্ষতি হয়েছে, তাকে যে খেসারত দিতে হয়েছে, সবকিছু মিলে তিনি খাটি সোনা হয়ে গেছেন। আগামীতে তিনি আর এমন ভুল করবেন না বলেই আমার মনে হয়।

বর্তমান বিএনপি জিয়ার আদর্শ থেকে এখনও বিচ্যুত হয়নি দাবি করে তিনি বলেন, তবে বিএনপির কিছু ভুল ক্রুটি ছিল। তাই দুর্নীতি যারা করেছে তাদেরকে দূরে রাখতে হবে। খালেদা জিয়ার বর্তমান যে ভাবনা তাতে এমন ভাবনাই উঠে এসেছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

 **আ’লীগ থেকে নির্বাচন আদায়ের পরামর্শ সাফির
**ত্যাগী নেতাদের নিয়ে আন্দোলনের পরামর্শ শিক্ষার্থী হুসেইনের
**আন্দোলন চাঙ্গা করার আবদার ব্যবসায়ী জহিরুলের
**দলীয় প্রধান হবেন ভোটের মাধ্যমে
**বিএনপিই বিএনপির প্রতিদ্বন্দ্বী বললেন গাইবান্ধার আখতার
**জিয়ার আদর্শ থেকে বিএনপি পুরোপুরি বিচ্যুত বললেন নাফিজা
**দুর্নীতিমুক্ত হয়ে দেশে ফিরুন তারেক, বললেন মালদ্বীপের ফরিদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।