ঢাকা: শক্তিশালী বিরোধীদল গণতন্ত্রের জন্য অপরিহার্য। তাই শক্তিশালী আওয়ামী লীগের সঙ্গে টিকে থাকার জন্য বিএনপিকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হতে হবে।
বৃহস্পতিবার বাংলানিউজের উদ্যোগে নাগরিক মন্তব্যে এমনটাই বললেন সরকারি চাকরিজীবী আরিফুল ইসলাম ভূঁইয়া।
একই সঙ্গে তিনি বলেন, বিএনপিকে হতে হবে জামায়াতমুক্ত ও বাংলাদেশপ্রেমী। জামায়াতপ্রেম বাংলাদেশের মানুষ পছন্দ করে না এটা বিএনপির বোঝা উচিত।
পাবনা থেকে শিক্ষার্থী অ্যামির এবং ঢাকা থেকে প্রকৌশলী মনিরুল ইসলামেরও একই বক্তব্য।
অ্যামি বলেন, জামায়াত মুক্ত বিএনপি চাই। জামায়াতের সঙ্গ ছাড়লেই জনপ্রিয়তা বাড়বে দলটির।
প্রকৌশলী মনিরুল বলেন, বিএনপি যত তাড়াতাড়ি জামায়াতের সঙ্গ ত্যাগ করবে ততই তাদের জন্য মঙ্গল।
এছাড়া দেশের অভ্যন্তরীণ কোন ব্যাপারে বিদেশিদের সাহায্য ও হস্তক্ষেপ চাওয়া এবং বিদেশি কূটনীতিকদের সাথে ঘনঘন দেখা করা বন্ধ করে বিএনপির উচিৎ আগে নিজের দলকে নতুন করে সংগঠিত করা এবং অসহিংস আন্দোলন করা।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
**আ’লীগ থেকে নির্বাচন আদায়ের পরামর্শ সাফির
**ত্যাগী নেতাদের নিয়ে আন্দোলনের পরামর্শ শিক্ষার্থী হুসেইনের
**আন্দোলন চাঙ্গা করার আবদার ব্যবসায়ী জহিরুলের
**দলীয় প্রধান হবেন ভোটের মাধ্যমে
**বিএনপিই বিএনপির প্রতিদ্বন্দ্বী বললেন গাইবান্ধার আখতার
**জিয়ার আদর্শ থেকে বিএনপি পুরোপুরি বিচ্যুত বললেন নাফিজা
**দুর্নীতিমুক্ত হয়ে দেশে ফিরুন তারেক, বললেন মালদ্বীপের ফরিদ
**তারেক জিয়া খাটি সোনা, এমনটাই মনে করেন ইঞ্জিনিয়ার জুয়েল