ঢাকা: ‘বিএনপিকে শুধু নোয়াখালীর প্রতি নির্ভরশীল না থেকে ৬৪ জেলার নেতাকর্মীদের নিয়েই দল গোছাতে হবে’- বাংলানিউজের ‘নাগরিক মন্তব্য’র সঙ্গে আলাপে এ পরামর্শ দিলেন নতুন বিমানবন্দর এলাকার মো. নুরুন্নবী রাজিব।
বেসরকারি এ্ই চাকুরে বলেন, ৬৪ জেলার নেতাকর্মীদের সমান অংশগ্রহণে বিএনপির কাঠামো আরও শক্ত হবে।
তিনি বলেন, দ্রুত আন্দোলনে যাওয়া উচিত বিএনপির। আন্দোলন ও দল গোছানো একসঙ্গেই চালাতে হবে তাদের। আন্দোলন থামিয়ে দিলে সরকার হটানো যাবে না।
রাজিব বলেন, আমি মনে করি, নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির ভুল ছিল।
বিএনপিকে জোটবদ্ধ হয়েই রাজনীতি ও আন্দোলন করা উচিত। জোটে থাকাই তাদের ঠিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন মো. নুরুন্নবী রাজিব।
নাগরিক মন্তব্যের ভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা উচিৎ। তিনি ফিরলে দল গোছানোর কাজটা অনেক দ্রুত হবে।
রাজিব বলেন, জিয়ার আদর্শ থেকে বিএনপি অনেকখানি সরে এসেছে। সেই আদর্শ ধরে রাখলে দলটি বর্তমানে অনেক ভালো অবস্থানে থাকতো।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**ক্ষমতার সিঁড়ি দখলের বিএনপি চান না এরশাদ
**বিএনপির ভেতরেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তুললেন হাবিব
**জামায়াত না ছাড়লে আ’লীগকেই বেছে নেবেন গুলশানের হাফিজুর
**আমরা মরে গেলে শান্তি পাবে আ’লীগ-বিএনপি!
**সংলাপের মাধ্যমে সমাধান চান ব্যবসায়ী আমানুল্লাহ