ঢাকা: বিএনপিকে অবশ্যই আন্দোলনে নামতে হবে। দলের ত্যাগী নেতাদের সঙ্গে নিয়ে খালেদা জিয়াকে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ থেকে বেসরকারি চাকুরিজীবী মুশফিকুর রহমান।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ পরাদর্শ দেন।
তিনি বলেন, আন্দোলনে তৃনমূল নেতাকর্মীদেরও নামাতে হবে।
তারেক রহমান যদি রাজনৈতিক জটিলতার কারণে দেশে নাও আসতে পারেন তাহলে যেখানে রয়েছে সেখান থেকে বলিষ্ঠ ভুমিকা পালন করা উচিত। রাজনীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপির বিকল্প নেই।
তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ থেকে দলের অনেক নেতাকর্মী বিচ্যুত হয়ে পড়েছেন।
বিএনপিকে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করারও পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**১৯ দলকে নিয়েই সংকট সমাধানের আহ্বান সাইফুলের
**শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ নোয়াখালীর মহসিনের
**বিএনপিকে আন্দোলনের পরামর্শ লিবিয়া প্রবাসী মকবুলের
**তরুণ ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে আনতে হবে
**বিএনপির জন্য বেশ কিছু প্রস্তাব ধানমণ্ডির নিজাম উদ্দিনের
**ত্যাগীদের নিয়ে দল পুর্নগঠন চান রিপন