ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

সিলেকশন নয় ইলেকশনের মাধ্যমে নেতৃত্ব চান কমলনগরের মাহমুদ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
সিলেকশন নয় ইলেকশনের মাধ্যমে নেতৃত্ব চান কমলনগরের মাহমুদ

ঢাকা: তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সিলেকশন নয় ইলেকশনের মাধ্যমে নেতৃত্ব চান লক্ষ্মীপুরের কমলনগনর থানার বিএনপি সমর্থক আক্তার মাহমুদ মাতব্বর।

তিনি বলেন, এ প্রক্রিয়া আগামী দুই/চার মাসের মধ্যে সম্পন্ন করে দলকে সুসংগঠিত করতে হবে।



এরপর জনগণকে সঙ্গে নিয়ে কঠোর ও লাগাতার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। তবে এক্ষেত্রে কোনো সহিংসতা কাম্য নয় বলে মন্তব্য করেন মাহমুদ।  

তিনি আরো বলেন, দলকে চাঙ্গা করতে এই মুহূর্তে তারেক জিয়ার উপস্থিতি একান্ত প্রয়োজন।

জামায়াতের সঙ্গে বিএনপির জোট রাজনৈতিক কৌশল মাত্র। সময়ই বলে দেবে এ দু’টি দল জোটবদ্ধ থাকবে কিনা-মন্তব্য মাহমুদের।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

**তারেককে নেতৃত্ব নেওয়ার পরামর্শ প্রবাসী আকরাম’র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।