ঢাকা: আন্দোলন-সংগ্রামে বিএনপির স্টিয়ারিং কমিটির লোকজনই মাঠে নেই। আন্দোলন সংগ্রামের তারাই মূলত সুবিধাভোগী।
তিনি বলেন, বিএনপি আন্দোলনে পুরোই ব্যর্থ। কারণ, এ দলের প্রথম সারির নেতাদের দিয়ে কোনো কাজ হবে না। তরুণদের অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, ঢাকা মহানগর, কেন্দ্রীয় কমিটিসহ সব কমিটিকে ঢালাওভাবে সাজাতে হবে। মাঠ পর্যায়ে যাদের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, তাদের নেতৃত্বে আনতে হবে। কারণ, বর্তমান কমিটিতে যারা পদ পেয়েছেন, তারা তা পেয়েছেন টাকা দিয়ে। তাদের উদ্দেশ্য টাকা উপার্জন, দেশের কল্যাণ নয়।
ইঞ্জিনিয়ার কবির বলেন, রাজনীতি যেন টাকা কামানোর হাতিয়ার না হয়।
তিনি বলেন, সরকার পরিবর্তন ইস্যু ছাড়া অনেকগুলো ইস্যুই বিএনপি হাতছাড়া করেছে। জনগণের ইস্যু নিয়ে তারা কোনো কথাই বলেনি। এ কারণে জনগণকে সঙ্গে পাওয়া যায়নি। সে জন্য বিএনপির আন্দোলন ব্যর্থ।
ইঞ্জিনিয়ার কবির জানান, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ঠিক কাজটিই করেছে। দুপুর ২টা পর্যন্ত শতকরা ২-৮ ভোট পড়েছে।
তিনি জানান, সব দলই রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দেশের প্রতি কোনো দল কন্ট্রিবিউশন নেই। দেশ এমনি এমনিই চলছে।
কবির মনে করেন, খালেদা জিয়ার বঙ্গভবনে শেখ হাসিনার দাওয়াত গ্রহণ করা উচিত। এ সময় সব মিডিয়া লাইভ করতো আর জনগণ সব দেখতো।
জামায়াতকে বিএনপির জোটে না রাখাই ভালো ছিল বলে জানান, কবির।
তিনি বলেন, জামায়াতকে ২০০৫ সালেই ছেড়ে দিলে ভালো হতো বিএনপির। বিএনপির বড় একটা ব্যর্থতা হচ্ছে, জামায়াতকে কাছে রাখা। তরুণরা জামায়াতকে পছন্দ করে না। তারা কোরান দেখিয়ে রাজনীতি করছে, ইসলামের জন্য নয়। ইসলামী রাজনীতিতে দুর্নীতি থাকে না।
তারেক জিয়ার দেশে আসার পক্ষে কবির বলেন, তারেক রহমান দেশে আসলে তরুণরা এগিয়ে আসবেন। কিন্তু, সরকার তাকে আসতে দেবে না।
ইঞ্জিনিয়ার কবির মনে করেন, বিএনপি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি থেকে বিচ্যুত হয়েছে। জিয়ার রাজনীতি আদর্শ কেন্দ্রিক ছিল।
অথচ বর্তমান নেতৃত্ব ক্ষমতায় আসার পর তারা জিয়ার চিন্তাধারা থেকে বের হয়ে গেছে। ক্ষমতায় থেকে ক্ষমতালিপ্সু হয়ে গেছে।
চাইলেই তারা আমাদের পাশের দেশের কাছ থেকে শিক্ষা নিতে পারেন।
তিনি জানান, আন্না হাজারী ক্ষমতায় যায়নি। কিন্তু, লাখ লাখ মানুষ তাদের সঙ্গে আছে। আমাদের দেশে শেখ মুজিব, ভাসানীর মতো নেতৃত্ব আর হয় না।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**১৯ দলকে নিয়েই সংকট সমাধানের আহ্বান সাইফুলের
**শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ নোয়াখালীর মহসিনের
**বিএনপিকে আন্দোলনের পরামর্শ লিবিয়া প্রবাসী মকবুলের
**তরুণ ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে আনতে হবে
**বিএনপির জন্য বেশ কিছু প্রস্তাব ধানমণ্ডির নিজাম উদ্দিনের
**ত্যাগীদের নিয়ে দল পুর্নগঠন চান রিপন
**খালেদাকে আন্দোলনে নামার পরামর্শ