ঢাকা: জিয়া পরিবার মুক্ত বিএনপি চান বেসরকারি একটি প্রতিষ্ঠানের চিফ ইঞ্জিনিয়ার সেলিম সিরাজি।
বৃহস্পতিবার বাংলানিউজের উদ্যোগে বিএনপির জন্য নাগরিক মন্তব্যে এমনটা প্রত্যাশা করেন সেলিম সিরাজি।
একই বক্তব্য ঢাকার হুমায়ন কবির, পাবনার রাফি ও কুষ্টিয়ার লিটনের।
দেশের খ্যাতনামা একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হুমায়ন কবির বলেন, তারেক জিয়ার মত দুর্নীতিগ্রস্তকে বাদ দিতে হবে। রাজাকার ও ধর্মান্ধ মুক্ত বিএনপি চাই।
পাবনার শিক্ষার্থী রাফি বলেন, খালেদা জিয়া, তারেক রহমান ও জামায়াত মুক্ত বিএনপি দেখতে চাই।
কুষ্টিয়ার লিটন খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, খালেদা জিয়া আপনি দল থেকে অবসর নিন। পাশাপাশি একজন বলিষ্ঠ, কর্মঠ, উদীয়মান, ব্যক্তিত্বসম্পন্ন নেতাকে দায়িত্বভার অর্পণ করুন। জামায়াতকে দল থেকে বাদ দিন। আমাদের দেশে ৯০ শতাংশ মুসলমান। এদেশের মানুষ মহিলা নেতৃর্ত্ব আর চায় না। একজন যোগ্য পুরুষ নেতা উদীয়মান হলে দেখবেন সাধারণ জনগণ সবাই তার সাথে একাত্ম হয়ে কাজ করবে।
সিলেকশন নয় ইলেকশনের মাধ্যমে নেতৃত্ব চান কমলনগরের মাহমুদ
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪