ঢাকা: ক্ষমতায় আসার আগে তারেক ফিরবে না। কারণ তার আসার মতো নৈতিক শক্তি ও সাহস নেই।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকার বেসরকারি চাকরিজীবী মো. আদিল খন্দকার এ কথা বলেন।
তিনি আরও বলেন, বৈধ-অবৈধ যেভাবেই হোক, তারেক দেশে ফিরলেই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
দেশে ফিরলে সরকারের তৎপরতার জবাব দেওয়ার শক্তি তারেকের নেই বলেও মনে করেন আদিল।
ভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতমুক্ত বিএনপি চাই। গণমানুষের দাবি, যেমন- যানজটসহ সরকারের খারাপ কাজগুলো তুলে ধরে জনগণ সম্পৃক্ত ইস্যুগুলো নিয়ে বিএনপির আন্দোলনে নামা উচিৎ।
বেসরকারি এই চাকরিজীবী বলেন,এখনই আন্দোলন নয়, আন্দোলনের শক্তি এখন এই দলের নাই। তাই আগে দলকে গোছাতে হবে। এরপর আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে।
নির্বাচনে না গিয়ে সঠিক কাজ করেছে বিএনপি মন্ত্ব্য করে আদিল বলেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ ছিল না। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সুনির্দিষ্ট তারিখের পরও রিটার্নিং অফিসাররা অনিয়মতান্ত্রিকভাবে প্রত্যাহার করেছে। এটা যে একটা পাতানো নির্বাচন সেটা বুঝেই বিএনপি নির্বাচনে যায়নি।
জিয়া পরিবার ছাড়া বিএনপি চান সেলিম, হুমায়ন,রাফি,লিটন
বাংলাদেশ সময়: ১৩৪০ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪