ঢাকা: দ্রুত কাউন্সিল করে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারীদের মূল নেতৃত্বে আনতে হবে, দলের ঘাপটি মারা নেতাদের বহিষ্কার করতে হবে, তরুণদের নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে দ্রুত দেশে ফিরতে হবে, জনমত গঠন করে অহিংস আন্দোলনের মাধ্যমে কঠোর থেকে কঠোরতর আন্দোলন দিতে হবে, পেশাজীবী-বুদ্ধিজীবী-সাংবাদিক ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ‘গণতন্ত্র মঞ্চ’ প্রতিষ্ঠা করেত হবে এবং খালেদা জিয়াকে চার দেয়াল থেকে বের হয়ে সাধারণ নেতাকর্মীদের কথা শুনতে হবে।
রাজধানীর বনানী থেকে বিএনপির জন্য উপরের পরামর্শগুলো দিয়েছেন ব্যাংকার আরজু।
দেশের সাধারণ নাগরিকের মন্তব্য কি তা জানতে ও জানাতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র পক্ষ থেকে বুধবার থেকে শুরু হওয়া ‘নাগরিক মন্তব্য’ শিরোনামে বিশেষ আয়োজনে তিনি এ পরামর্শ দেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির জন্য সঠিক সিদ্ধান্ত ছিল মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনে অংশ নিলে বিএনপি জয়লাভ করতো না। নির্বাচনে গেলে এ বিষয়ে এখন প্রশ্ন করার সুযোগও থাকতো না।
জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি কিছুটা বিচ্যুত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দলীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ শরীফের
**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**ক্ষমতার সিঁড়ি দখলের বিএনপি চান না এরশাদ
**বিএনপির ভেতরেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তুললেন হাবিব
**জামায়াত না ছাড়লে আ’লীগকেই বেছে নেবেন গুলশানের হাফিজুর
**আমরা মরে গেলে শান্তি পাবে আ’লীগ-বিএনপি!
**সংলাপের মাধ্যমে সমাধান চান ব্যবসায়ী আমানুল্লাহ
**বিএনপিকে নোয়াখালী-নির্ভরতা ছাড়তে বলেন ঢাকার রাজিব
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪