ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জোবায়দা-গয়েশ্বরের নেতৃত্বে বিএনপি চান টেকনাফের এনাম

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
জোবায়দা-গয়েশ্বরের নেতৃত্বে বিএনপি চান টেকনাফের এনাম

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে দলের চেয়ারপারসন ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে দলের মহাসচিব হিসেবে দেখতে চান টেকনাফের কাঠের ব্যবসায়ী এনামুল হক।

বিএনপির জন্য নাগরিক মন্তব্যে তিনি বাংলানিউজকে বলেন, জোবায়দাকে বিএনপির চেয়ারপারসন ও গয়েশ্বরকে মহাসচিব হিসেবে দেখতে চাই।

তাদের নেতৃত্বে দলের অবস্থা ভালো হবে।  

এছাড়া এ মুহূর্তে আন্দোলন নয়, উপজেলা নির্বাচনের পর তৃণমূলকে সংগঠিত করে বিএনপির আন্দোলনে যাওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
দশম জাতীয় নির্বাচনে না যাওয়া বিএনপির জন্য সঠিক সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

এনাম আরও বলেন, বিএনপি জিয়ার আদর্শ থেকে কিছুটা বিচ্যুত হলেও এখনো ৯০ ভাগ আদর্শ ঠিক আছে।

এদিকে তারেককে দেশে ফিরে মামলা মোকদ্দমা মোকাবেলার পরামর্শ দিয়েছেন অমিত কুমার উকিল।

তিনি বলেন, দেশে ফিরে তারেক জিয়া মামলা মোকদ্দমা ফেস করে দলের দায়িত্ব নিলে বিএনপি কিছুটা এগিয়ে যেতে পারবে, নতুবা হারিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
রাজনীতি যেন টাকা কামানোর হাতিয়ার না হয়
**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**১৯ দলকে নিয়েই সংকট সমাধানের আহ্বান সাইফুলের
**শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ নোয়াখালীর মহসিনের
**বিএনপিকে আন্দোলনের পরামর্শ লিবিয়া প্রবাসী মকবুলের
**তরুণ ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে আনতে হবে
**বিএনপির জন্য বেশ কিছু প্রস্তাব ধানমণ্ডির নিজাম উদ্দিনের
**ত্যাগীদের নিয়ে দল পুর্নগঠন চান রিপন
**খালেদাকে আন্দোলনে নামার পরামর্শ
**নেতৃত্বে থাকবেন তারেক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।