ঢাকা: সুবিধাবাদী, দালালমুক্ত, স্বচ্ছ, নিরপেক্ষ ও সুসংগঠিত বিএনপি চান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা যুবদলের সদস্য মানিক সিকদার।
বৃহস্পতিবার দুপুরে বাংলানিউজের ‘নাগরিক মন্তব্যে’ কেমন বিএনপি চান? এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মানিক বলেন, তারেক রহমানকে এখনই রাজনীতির মাঠে আসতে হবে। তার মতে, দেশে এখন তার অনেক প্রয়োজন।
বিএনপি’র দ্রুত আন্দোলন কর্মসূচিতে যাওয়া উচিৎ, না দল গুছিয়ে নেয়া দরকার? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই আন্দোলনে যেতে হবে। তবে, ত্যাগী নেতাদের সঙ্গে আলোচনা করে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দল পুনর্গঠন করা উচিত।
মানিক আরও বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সঠিক কাজ করেছে।
বিএনপিকে একাই না জোট নিয়ে এগিয়ে যাওয়া উচিৎ, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু তারা জোট করেছে, তাই জোটের সবাইকে নিয়ে তাদের একসঙ্গে এগিয়ে যাওয়া উচিত।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি বিচ্যুত হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,কিছুটা বিচ্যুত হয়েছে। সুবিধাবাদীদের কারণেই এটা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
**দালালমুক্ত বিএনপি চান নলছিটির মানিক সিকদার
জিয়া পরিবার ছাড়া বিএনপি চান সেলিম, হুমায়ন,রাফি,লিটন