ঢাকা: নির্বাচনে না যাওয়া বিএনপির সঠিক সিদ্ধান্ত ছিল দাবি করে চট্টগ্রামের মামুনুর রশিদ বলেন, জনগণ আওয়ামী লীগকে বর্জন করে ভোট কেন্দ্রে যায়নি। স্বাধীনতার পর এটা একটা বিরল ঘটনা এবং আওয়ামী লীগের জন্য চরম লজ্জার।
এই দৃশ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখলে তিনিও লজ্জা পেতেন বলে মন্তব্য করেছেন তিনি।
নিজেকে পরিবহন ব্যবসায়ী পরিচয় দিয়ে তিনি আরো বলেন, আমলাতান্ত্রিক প্রবীণ নেতাদের বাদ দিয়ে নিবেদিত প্রাণ তরুণ নেতৃত্বের বিএনপি নিয়ে আসতে হবে। অগণতান্ত্রিক সরকারের পতন ঘটাতে দূর্বার আন্দোলন করতে শুধু তরুণরাই সক্ষম।
এজন্য প্রবীণদের উপদেষ্টা হিসেবে রেখে তরুণদের দায়িত্বে নিয়ে আসতে হবে। আর তাদের মাধ্যমেই দ্রুত দল গুছিয়ে আন্দোলনে যেতে হবে।
অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু কাজীবুল আলম বলেন, বর্তমানে দলের দুর্দিনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন জরুরি। একই সঙ্গে বিএনপিকেও জামায়াত সঙ্গ ত্যাগ করতে হবে।
রাজধানীর ওয়ারী থেকে ব্যবসায়ী আবসার আহমেদ বলেন, বিএনপি এখনও দলকে গুছিয়ে নিতে পারেনি। তাই সুবিধাবাদীদের ত্যাগ করে দলকে আগে গোছানো প্রয়োজন।
বাংলাদেশ সময় : ১৩৪৪ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪