সবাই শুধু জামায়াতকে দায়ী করছে। জামায়াতকে ছাড়লেই নাকি বিএনপি পুত:পবিত্র হয়ে যাবে।
ািরযোয়ানের মতে, এদেশের ধর্মপ্রাণ বিশাল জনগোষ্ঠীর পুরো সমর্থন জামায়াত পাচ্ছে না শুধু বিএনপির কারণে। বিএনপি জামায়াতকে বর্জন করবে কি, বরং কিছু রাজনৈতিক সমস্যার কারণে জামায়াতই বিএনপিকে ছাড়তে পারছে না বলেই মনে করেন রিযোয়ান।
কট্টর জামায়াত সমর্থক রিযোয়ান আরও বলেন, বিএনপির যে আদর্শ তা ইসলাম সমর্থন করে না। অন্যদিকে জামায়াতে ইসলামী কোরআন হাদিসের আলোকে তাদের সংবিধান রচনা করে সে অনুযায়ী চলছে। কিন্তু মাঝপথে ছন্দপতন হয়েছে বিএনপির সাথে জোট বেঁধে। এখন কিছু রাজনৈতিক সমস্যার কারণে জামায়াত বিএনপিকে ছাড়তে পারছে না।
তাই বিএনপির কাছে রিযোয়ানের অনুরোধ, ‘তোমরাই (বিএনপি) বরং জামায়াতকে ত্যাগ করে তাদের মুক্ত করো। তোমরা সরলেই এদেশের সিংহভাগ মুসলমান জামায়াতের নেতৃত্ত্বে ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। প্লিজ তোমরা ছাড়ো, মুক্ত করো ইসলামপন্থী শান্তির এ দলটিকে। দোহাই লাগে, আর ভন্ডামী কোরো না। ’
আর খালেদা জিয়ার কাছে রিযোয়ানের আহবান তিনি (খালেদা) যেন ভন্ডামী ছেড়ে দেন(‘ভণ্ডামী ছাড়ুন’)। খালেদাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার আহ্বানে মার্চ ফর ডেমোক্রেসিতে যোগ দিতে গিয়ে শিবিরের নিষ্পাপ ছেলেটি শহীদ হয়েছে। এর কিছুদিন পর আপনি ভোল পাল্টে কেমন করে বলতে পারলেন- জামায়াত-শিবির সহিংস? আসলে আপনি নিজে তো নির্যাতনের শিকার এখনো হননি!
খালেদা জিয়া যাদের দ্বারা পরিবৃত তাদেকে ‘অলস ঘোড়া’আখ্যা দিয়ে রিযোয়ান বলেন, ‘এদের দিয়ে সুদীর্ঘ পথ পাড়ি দেওয়াতো দূরের কথা গুলশান থেকে পল্টনেও আপনি আসতে পারেন নি, পারবেনও না। ’
বাংলাদেশ সময়: ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
সিলেকশন নয় ইলেকশনের মাধ্যমে নেতৃত্ব চান কমলনগরের মাহমুদ
**জিয়া পরিবার ছাড়া বিএনপি চান সেলিম, হুমায়ন,রাফি,লিটন