ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

ভারপ্রাপ্ত নয় পূর্ণাঙ্গ মহাসচিবের পরামর্শ প্রবাসী জাফর’র

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
ভারপ্রাপ্ত নয় পূর্ণাঙ্গ মহাসচিবের পরামর্শ প্রবাসী জাফর’র

ঢাকা: ভারপ্রাপ্ত নয় বিএনপিকে পূর্ণাঙ্গ মহাসচিব ঘোষণার পরামর্শ দিয়েছেন কুয়েত প্রবাসী মো. জাফর ইকবাল।

এসময় তিনি খালেদা জিয়াকে রাজপথে নামতে এবং তারেক রহমানকে দেশে ফিরে আসার আহ্বান জানান।



দেশের সাধারণ নাগরিকের মন্তব্য কি তা জানতে ও জানাতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র পক্ষ থেকে বুধবার থেকে শুরু হওয়া ‘নাগরিক মন্তব্য’ শিরোনামে বিশেষ আয়োজনে তিনি এ পরামর্শ দেন।

নির্বাচনে না আসার সিদ্ধান্ত সঠিক ছিলো জানিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জাফর বলেন, আন্দোলনের জন্য ঢাকা মহানগর কমিটিকে নতুন করে সাজাতে হবে।

বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে কিছুটা বিচ্যুত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

জিয়া পরিবার ছাড়া বিএনপি চান সেলিম, হুমায়ন,রাফি,লিটন
সিলেকশন নয় ইলেকশনের মাধ্যমে নেতৃত্ব চান কমলনগরের মাহমুদ
তারেককে নেতৃত্ব নেওয়ার পরামর্শ প্রবাসী আকরাম’র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।