ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য:

দেশে এলে মারা পড়বেন তারেক, মনে করেন ছাত্রদল নেতা হৃদয়

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
দেশে এলে মারা পড়বেন তারেক, মনে করেন ছাত্রদল নেতা হৃদয়

ঢাকা: তারেক দেশে ফিরে এসে কি করবেন? জয়ের(সজীব ওয়াজেদ জয়) মতো আস্থা অর্জন করতে পারেননি তিনি। এখন দেশে এলে মারা যাওয়ার ভয় আছে তার।

অতএব, না আসাই ভালো।

বাংলানিউজের নাগরিক মন্তব্যে এখনই তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন চান কিনা এমন প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন সিলেটের জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন আহমেদ হৃদয়।

হৃদয় বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে চরম ভুল করেছে। উপজেলা নির্বাচনে অংশ নিয়ে সেই ভুলের পুনরাবৃত্তি করল আমার ভালোবাসার(প্রিয়) এ দলটি। এজন্য দলের প্রতি আর আস্থা নেই বলেও জানান তিনি।

বিএনপির কাছে তার প্রত্যাশার কথা জানতে চাইলে সুমন জানান, এখন দলের যে অবস্থা মিছিল-মিটিংয়ে আমরা যাই, নেতারা পালিয়ে থাকেন। তাদের ওপর আমরা ভরসা করতে পারি না। আর ত্যাগীরা কিছু পাইও না।

এসব কারণে এখনই দলের তৃণমূলকে ঢেলে সাজানো প্রয়োজন বলেও মনে করেন এই ছাত্রদল নেতা।

বিএনপির মতো বড় এ দলটিকে একাই এগিয়ে যাওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, একা গিয়ে কি করবে? তাদের তো হাত-পা কিছু নেই, সবই ভাঙ্গা। বড় বড় নেতারা লুকিয়ে থাকেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের মতো নেতাও লুকিয়ে থাকেন।

বিএনপি দ্রুত আন্দোলন কর্মসূচিতে যাওয়া উচিত, না দল গুছিয়ে নেওয়া দরকার? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৯ জানুয়ারির ‘গণতন্ত্রের অভিযাত্রা’সহ সব আন্দোলন কর্মসূচিতে সফল করতে পারেনি বিএনপি। এজন্য আগে দল গুছিয়ে নেওয়া দরকার।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে কিনা বিএনপি? এমন প্রশ্নের জবাবে সুমন আহমেদ হৃদয় বলেন, অবশ্যই। দল এখন পুরোই জিয়ার আদর্শ থেকে বিচ্যুত।

নির্বাচনে অংশ না নেওয়া আ’লীগের জন্য লজ্জার
জোবায়দা-গয়েশ্বরের নেতৃত্বে বিএনপি চান টেকনাফের এনাম
রাজনীতি যেন টাকা কামানোর হাতিয়ার না হয়
**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**১৯ দলকে নিয়েই সংকট সমাধানের আহ্বান সাইফুলের
**শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ নোয়াখালীর মহসিনের
**বিএনপিকে আন্দোলনের পরামর্শ লিবিয়া প্রবাসী মকবুলের
**তরুণ ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে আনতে হবে
**বিএনপির জন্য বেশ কিছু প্রস্তাব ধানমণ্ডির নিজাম উদ্দিনের
**ত্যাগীদের নিয়ে দল পুর্নগঠন চান রিপন
**খালেদাকে আন্দোলনে নামার পরামর্শ
**নেতৃত্বে থাকবেন তারেক

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।