ঢাকা: ‘জামায়াতের সঙ্গ ছেড়ে দেশ ও জনগণের স্বার্থে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত ছিল’- বললেন চট্টগ্রামের আঁখি আখতার। তিনি বলেন, জামায়াতের সঙ্গ বর্জিত বিএনপি চাই।
বাংলানিউজের নাগরিক মন্তব্যের সঙ্গে আলাপে তিনি বলেন, নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে।
বেসরকারি চাকুরে আঁখি বলেন, এখনই আন্দোলনে না নেমে দল গোছানো উচিত তাদের।
তিনি বলেন, তারা রাস্তায় নামলে ক্ষতিতো তাদের কিছু হয় না, ক্ষতি হয় সাধারণ মানুষের। আমাদের কোনো নিরাপত্তা থাকে না।
আঁখি বলেন, ১৯ দলীয় জোটের কোনো দলই শক্তিশালী নয়। তাই জামায়াতের সঙ্গ ছেড়ে একাই বিএনপির কর্মসূচি চালানো উচিৎ।
তিনি বলেন, আমাদের ভালো চাইলে তারেকের উচিৎ এখন দেশে ফেরা। তিনি এলে দলটাও শক্তিশালী হয়।
আঁখি বলেন, জিয়াউর রহমানের আদর্শ এখন বিএনপিতে নেই। তার আদর্শ থেকে বিএনপি অনেক সরে গেছে।
ত্যাগীদের নেতৃত্বে আন্দোলন চান ব্যবসায়ী ফিরোজ
বিএনপিকে ক্ষমা চাওয়ার পরামর্শ ব্লগার মাসুদ পারভেজের
**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**ক্ষমতার সিঁড়ি দখলের বিএনপি চান না এরশাদ
**বিএনপির ভেতরেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তুললেন হাবিব
**জামায়াত না ছাড়লে আ’লীগকেই বেছে নেবেন গুলশানের হাফিজুর
**আমরা মরে গেলে শান্তি পাবে আ’লীগ-বিএনপি!
**সংলাপের মাধ্যমে সমাধান চান ব্যবসায়ী আমানুল্লাহ
**বিএনপিকে নোয়াখালী-নির্ভরতা ছাড়তে বলেন ঢাকার রাজিব
**দলীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ শরীফের
**আন্দোলনমুখী বিএনপি চান ফরিদপুরের মোস্তফা কামাল
**দল সুসংগঠিত করে আন্দোলনে নামার পরামর্শ হাতিয়ার আনোয়ারের
**বিএনপিকে আন্দোলনে দেখতে চান নেত্রকোনার মশিউর রহমান
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪