ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য:

আহত নেতাকর্মীদের দায়িত্ব নেওয়ার পরামর্শ চকোরিয়ার তাওহিদুলের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
আহত নেতাকর্মীদের দায়িত্ব নেওয়ার পরামর্শ চকোরিয়ার তাওহিদুলের

ঢাকা: বিএনপির জন্য তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন শতভাগ প্রত্যাশিত বলে মনে করেন কক্সবাজারের চকোরিয়া উপজেলার কাপড় ব্যবসায়ী তাওহিদুল ইসলাম।  

 

তিনি বলেন, এ মুহূর্তে জামায়াতের সঙ্গে বিএনপির জোটবদ্ধ হয়ে থাকা জরুরি।

সরকার চাইলে জামায়াতকে নিষিদ্ধ করতে পারে। তা না করে বিএনপি কেন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ এমন প্রশ্ন করা উচিত নয়।  

 

তিনি বিএনপিকে সুসংগঠিত হয়ে লাগাতার আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আহ্বান জানান। যেকোনো কর্মসূচিতে নেতারা যাতে মাঠে কর্মীদের পাশে থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।  

 

আর যারা আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন, তাদের চিকিৎসা ব্যয় ও সংসার চালানোর খরচ দলকে দিতে হবে। এতে তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত হবে।  

 

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।