ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য:

পকেট কমিটিই ধ্বংস করেছে বিএনপিকে, দাবি ঝালকাঠির মিরাজের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
পকেট কমিটিই ধ্বংস করেছে বিএনপিকে, দাবি ঝালকাঠির মিরাজের

ঢাকা: ঢাকাসহ দেশের বিভিন্ন শাখার পকেট কমিটিই বিএনপিকে ধ্বংস করেছে। সেখানে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি।

ব্যক্তি পছন্দ আর সুবিধাবাদীদের প্রাধান্য দেয়ায় ঝিমিয়ে পড়েছে বিএনপি।  

 

বৃহস্পতিবার দুপুরে বাংলানিউজের ‘নাগরিক মন্তব্যে’ কেমন বিএনপি চান এমন প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন ঝালকাঠি জেলা নলছিটি উপজেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মিরাজ মল্লিক।  

 

মিরাজ মল্লিক বলেন, ম্যাডামের(বিএনপি চেয়ারপার্সন) উদ্দেশ্যে বলবো, আগে ঢাকাকে চাঙ্গা করেন। ঢাকার এ কমিটি বাদ দিন। ঢাকাকে দু’ভাগ করে নতুন কমিটি দেন। দেশের সব জায়গায় আন্দোলন চাঙ্গা ছিল শুধু ঢাকায় আন্দোলন হয়নি। সেজন্য এখনই ঢাকায় নজর দেয়া উচিত। এরপর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে ত্যাগী নেতাদের দিয়ে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য তার। মিরাজ দাবি করেন, ঢাকায় যেমন খোকা-সালাম পকেট কমিটি। তেমনি সারাদেশেও একই অবস্থা।

 

তিনি বলেন,  আমাদের ঝালকাঠি জেলায় একজনকে সাধারণ সম্পাদক বানানো হয়েছে, যিনি ইউপি নির্বাচনে মেম্বার পদে হেরেছেন। তিনি শুধুমাত্র কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমরের একান্ত অনুগত। এজন্য তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয়েছে। তিনি পুরো জেলায় নিজের মত পকেট কমিটি দিয়ে রেখেছেন। যার জন্য আন্দোলন চাঙ্গা করা যায় না।

 

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।