বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বকে গুটিয়ে নয়, চুটিয়ে রাজনীতি করতে হবে। হয় রাজপথ না হয় তো কারাগার-- এমন দৃঢ মানসিকতা যাদের আছে তাদের নিয়ে অচিরেই কমিটি করে আন্দোলনে নামতে হবে।
নির্বাচনে না গিয়েও বিএনপি জনগণের সমর্থন আদায় করতে পেরেছে বলে মনে করেন ফারজানা। তার মতে, ৫ জানুয়ারির ভোটারবিহীন তামাশার নির্বাচনই তার প্রমাণ। দেশ বিদেশে কোথাও এই নির্বাচন গ্রহণযোগ্য হয় নি। এই সরকার সম্পূর্ণ মিথ্যা এবং প্রভূ রাষ্ট্রের শক্তিতে ক্ষমতায় টিকে আছে তা জনগণের ভালোই জানা আছে। এই দেশের মানুষ শান্তিপ্রিয় ও ধৈর্যশীল বলেই এই অবৈধ সরকার সুযোগটি নিয়েছে।
ফারজানার পরামর্শ হচ্ছে, এখন বিএনপি’র উচিত হবে দল মত নির্বিশেষে সকলকে এক প্লাটফর্মে এনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। সত্যিকারের দেশপ্রেমী রাজনীতিকরা কখনোই এই বাংলাদেশ চায় না। তারেক রহমান যে আওয়ামী লীগের রাজনীতির জন্য কতটা ভয়ের কারণ হয়ে উঠেছেন তা তাদের কর্মকাণ্ডই প্রমাণ দেয়। তাই তারেক রহমানকে নানাভাবে হেয় করতে যা যা করা দরকার সবই আওয়ামী লীগ করছে।
আগামীতে তারেক রহমানই বিএনপি’র নেতৃত্ব দেবেন বলে মনে করেন ফারজানা। এ ব্যাপারে তার মনে বিন্দুমাত্র সংশয় নেই। তবে ‘তার জন্য প্রয়োজন প্রতিহিংসার রাজনীতিমুক্ত এক বাংলাদেশ। ’
বাংলাদেশ সময়: ১৪২৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
* ভারপ্রাপ্ত নয় পূর্ণাঙ্গ মহাসচিবের পরামর্শ প্রবাসী জাফর’র
* জিয়া পরিবার ছাড়া বিএনপি চান সেলিম, হুমায়ন,রাফি,লিটন
* সিলেকশন নয় ইলেকশনের মাধ্যমে নেতৃত্ব চান কমলনগরের মাহমুদ
* তারেককে নেতৃত্ব নেওয়ার পরামর্শ প্রবাসী আকরাম’র
* বিএনপিকে ক্ষমা চাওয়ার পরামর্শ ব্লগার মাসুদ পারভেজের
**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**ক্ষমতার সিঁড়ি দখলের বিএনপি চান না এরশাদ
**বিএনপির ভেতরেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তুললেন হাবিব
**জামায়াত না ছাড়লে আ’লীগকেই বেছে নেবেন গুলশানের হাফিজুর
**আমরা মরে গেলে শান্তি পাবে আ’লীগ-বিএনপি!
**সংলাপের মাধ্যমে সমাধান চান ব্যবসায়ী আমানুল্লাহ
**বিএনপিকে নোয়াখালী-নির্ভরতা ছাড়তে বলেন ঢাকার রাজিব
**দলীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ শরীফের
**আন্দোলনমুখী বিএনপি চান ফরিদপুরের মোস্তফা কামাল
**দল সুসংগঠিত করে আন্দোলনে নামার পরামর্শ হাতিয়ার আনোয়ারের
**বিএনপিকে আন্দোলনে দেখতে চান নেত্রকোনার মশিউর রহমান